রাশিয়ায় ‘সন্ত্রাসী ও চরমপন্থী’ সংগঠনের তালিকায় মেটা

১১ অক্টোবর, ২০২২ ১৭:১৪  
রাশিয়ায় ‘মেটা’কে ‘সন্ত্রাসী ও চরমপন্থী’ সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে দেশটির আর্থিক পর্যবেক্ষক সংস্থা ‘ফেডারেল সার্ভিস ফর ফিন্যান্সিয়াল মনিটরিং (রসফিনমনিটরিং)’। রাশিয়ার এই কালো তালিকায় তালেবান, বিদেশি বিভিন্ন সন্ত্রাসী সংগঠন, ডানপন্থী জাতীয়তাবাদী গোষ্ঠী ও রাশিয়ার বিরোধী মতের বিভিন্ন দল রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এই মাদার প্রতিষ্ঠানকে মঙ্গলবার এ তালিকায় ফেলা হয়। এর আগে ইউক্রেনে অভিযান শুরুর পর, এই বছর মার্চ মাসের শেষের দিকে ফেসবুক ও ইনস্টাগ্রামকে রাশিয়ার ভূখণ্ডে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই সময় মেটার বিরুদ্ধে রাশিয়ার মূল অভিযোগ ছিল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ে এই প্রযুক্তি সংস্থা ‘রুশোফোবিয়া’কে প্রশ্রয় দিয়েছে। সেই সময় ‘উগ্রপন্থী কার্যকলাপের’ জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিষিদ্ধ করা হয়। সেই সময় মেটার বিরুদ্ধে রাশিয়ার মূল অভিযোগ ছিল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ে এই প্রযুক্তি সংস্থা ‘রুশোফোবিয়া’কে প্রশ্রয় দিয়েছে। সেই সময় ‘উগ্রপন্থী কার্যকলাপের’ জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিষিদ্ধ করা হয়। ফলে বর্তমানে ফেসবুক ও ইনস্টাগ্রামে সরাসরি প্রবেশ করতে পারেন না রাশিয়ার ব্যবহারকারীরা। অনেকেই অবশ্য ভিপিএন (ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করে সামাজিক যোগাযোগের এ মাধ্যমগুলোতে রাশিয়া থেকে প্রবেশ করছেন। তবে মেটার মালিকানায় থাকা বার্তা আদান–প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপকে ওই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়নি। এদিকে এই নিষেধাজ্ঞার আগে মার্চে মেটার পক্ষ থেকে জানানো হয়েছিলো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানো পোস্টের অনুমোদন দেওয়া হবে। এমনকি ইউক্রেনে রুশ হামলাকারীদের মৃত্যু কামনা করে দেওয়া পোস্টও মুছে ফেলা হবে না। সাধারণত এ ধরনের পোস্ট মেটার নীতিমালার বিরোধী। উল্লেখ্য, ইনস্টাগ্রাম রাশিয়ায় বিশেষভাবে জনপ্রিয়, এবং এটি বিজ্ঞাপন এবং বিক্রয়ের জন্য একটি মূল প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহৃত হত। এই সিদ্ধান্ত মেটাকে ডানপন্থী জাতীয়তাবাদী গোষ্ঠী, তালেবান সহ বিদেশী সন্ত্রাসী সংগঠন এবং রাশিয়ার বিরোধী দলগুলির মতো একই তালিকায় রাখে।